জীবননগরে সওজের জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ কাল

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় সড়ক ও জনপথের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা আগামীকাল শনিবার উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে ভেঙে নেয়ার জন্য সওজের পক্ষ হতে বুধবার প্রচারণা চালানো হয়। এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছে, দোকানপাট ভেঙে দেয়া হলে তারা পরিবার-পরিজন নিয়ে পথে বসবেন। জীবননগর উপজেলায় সড়কের দুপাশে সড়ক ও জনপথের জমিতে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ছোট ছোট স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। অবৈধ এ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামছে সড়ক ও জনপথ। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ইতোমধ্যে সওজের পক্ষ হতে জীবননগরে মাইকিং করা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, শনিবার জীবননগরে সওজের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি উচ্ছেদ অভিযানের আগেই সকলকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করে বলেছেন, হঠাত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে তারা তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসবেন। বিষয়টি বিবেচনা করার জন্য প্রশাসন ও সওজ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়েছে।