জীবননগরে মুক্তিযোদ্ধা ওহাবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জীবননগর ব্যুরো: পুলিশের সাবেক সদস্য জীবননগর শহরতলীর বসুতিপাড়ার মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……রাজেউন)। গতকাল সোমবার ভোরে স্ত্রীর সাথে মর্নিংওয়াক করে বাড়িতে আসার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে তাকে উপজেলা হেল্থ কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তিনি ইন্তেকাল করেন। গতকালই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

জীবননগর বসুতিপাড়ার মৃত ফয়জুল্লাহ মণ্ডলের ছেলে আব্দুল ওহাব সম্প্রতি পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। নিঃসন্তান দম্পতি আব্দুল ওহাব তার স্ত্রীকে নিয়ে প্রতিদিনের ন্যায় গতকাল ভোরে মর্নিংওয়াকে বের হন। বাড়ি ফিরে তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাকে সাথে সাথে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। গতকাল বিকেলে জীবননগর কেন্দ্রীয় কবর স্থানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পুলিশের একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান, ওসি আব্দুর রাকিব খাঁন সালাম প্রদান করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজামউদ্দিন, ডেপুটি কামন্ডার বদরউদ্দিন, সাবেক কমান্ডার সামসুল আলম ছাত্তার, সাবেক কমান্ডার সাইদুর রহমানসহ মরহুমের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও আত্মীয়স্বজন এ সময় উপস্থিত ছিলেন।