জীবননগরে মাসিকসভায় পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠুভাবে সম্পন্ন করার পদক্ষেপ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ইউএনও’র অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।

সভায় পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়াও প্রধান সড়কের ধারে ইটভাটার মাটি রাখার কারণে বৃষ্টির দিনে সড়ক দুর্ঘটনা রোধে ইটভাটা মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতে ভারত হতে দেদারছে ফেনসিডিলসহ মাদকদ্রব্য পাচার হয়ে আসা বন্ধে সীমান্ত রক্ষী বাহিনীকে কঠোর নজরদারী দেয়ার পরামর্শ প্রদান করা হয়। সভায় এ সকল পরামর্শের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, রায়পুর ইউপি চেয়ারম্যান মীর্জা তাহাজ্জত হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, এসআই মকবুল হোসেন, সীমান্ত ফাঁড়ি ইনচার্জ হাবিলদার এনামুল হক, উথলী ক্যাম্পের দিপায়ন ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান।