জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : হোটেল বেকারি ও জুয়েলারি দোকানিকে জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে হোটেল ও বেকারিকে এবং অপরদিকে লাইসেন্স বিহীনভাবে জুয়েলারি ব্যবসা পরিচালনা করায় দুই জুয়েলারি দোকানিকে জরিমানা করা হয়েছে। জেলার নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মো. তরিকুল ইসলাম, সূচিত্র রঞ্জন দাস ও জেলা বাজার কর্মকর্তা শহিদুল ইসলাম সমন্বিতভাবে গতকাল শনিবার শহরের হোটেল, বেকারি ও জুয়েলারি দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে আসা ভ্রাম্যমাণ আদালতের একটি টিম জীবননগরে অভিযানে নামেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিরাজ হোটেল অ্যান্ড রেস্টুুরেন্টকে ২ হাজার টাকা, আরিফ ফুড অ্যান্ড বেকারিকে ৫ হাজার টাকা, লাইসেন্স বিহীনভাবে জুয়েলারি ব্যবসা পরিচালনা করায় শিল্পি জুয়েলার্সকে ২ হাজার ও এমআর ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দ-প্রাপ্ত সকলেই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।