জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনকারীর সশ্রম কারাদণ্ড

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজা সেবনকারীর কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গাঁজা সেবন ও বাড়িতে গাঁজা গাছ রাখার দায়ে কামরুল হাসান মুকুলকে ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনউ নূরুল হাফিজ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসার মিলন কুমার মূখার্জী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হাইস্কুল পাড়ায় অভিযান চালিয়ে মৃত আফসার আলী মিয়া ছেলে কামরুল হাসান মুকুলকে গাঁজা সেবন ও নিজ বাড়িতে গাঁজা গাছ পাওয়ায় গ্রেফতার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনউ নূরুল হাফিজ গাঁজা সেবন ও গাছ রাখার দায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।