জীবননগরে ভ্যালেন্টাইন ডে’তে এবার ফুল ব্যবসায়ীদের মাথায় হাত!

জীবননগর ব্যুরো: এবার বিশ্ব ভালবাসা দিবসে জীবননগর ফুল ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। ভ্যালেন্টাইন দিবসে ফুলের ব্যবসা হবে এ আশায় বিভিন্ন প্রজাতির ফুল দোকানে মজুদ করলেও তার অধিকাংশই এবার অবিক্রিত রয়ে গেছে। গতবছর যে ব্যবসা হয়েছিলো তার থেকে এবার প্রায় তিনগুণের একগুণ কম ফুল বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ফুল ব্যবসায়ীরা।
শহরের ফুল ব্যবসায়ী নাজমুল নার্সারীর স্বত্বাধিকারী নাজমুল হক জানান, গতবছর ভ্যালেন্টাইন ডে’তে তিনি প্রায় ১৫ হাজার টাকার ফুল বিক্রি করেছিলেন। এবার ব্যবসা আরও ভাল হবে এমন আশায় দোকানে বিভিন্ন প্রজাতির ফুলের সমাহার ঘটিয়েছিলেন। কিন্তু ক্রেতা হয়নি। অধিকাংশ ফুলই বিক্রি হয়নি। মাত্র ১১ হাজার টাকার ফুল বিক্রি হয়েছে। ফলে তাকে বড় অংকের টাকা লোকসান গুণতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অপরদিকে কাজি টাওয়ারের নদীয়া ফুল ঘরের পক্ষ থেকে জানানো হয়, গত বছর বিশ্ব ভালবাসা দিবসে তারাও প্রায় ১১ হাজার টাকার ফুল বিক্রি করেছিলেন। চাহিদার কথা বিবেচনা করে এবারও ফুলের মজুদ করলেও তা বিক্রি হয়নি। তিনি মাত্র ৬ হাজার টাকার ফুল বিক্রি করেছেন বলে জানান। অপর ফুল ঘরের ব্যবসায়ী জানান, তিনি নতুন দোকান দিয়েছেন। ৪ হাজার টাকার ফুল নিয়ে বসেছিলাম। বিক্রি হয়েছে ৫শ’ টাকার মতো। অধিকাংশ ফুল বিক্রি হয়নি বলে তিনিও জানিয়েছেন। এসএসসি পরীক্ষা চলায় ফুল আশারনুরূপভাবে বিক্রি হয়নি বলে তারা ধারণা করলেও অপর একটি সূত্র জানিয়েছে এবার বিশ্ব ভালবাসা দিবস তরুণ-তরুণীসহ সাধারণ মানুষের মনে তেমন একটা রেখাপাত করেনি। ফলে ফুল বিক্রি কম হয়েছে।