জীবননগরে প্রবাসী মামুনের কা- একের পর এক বিয়ে বাপ-বেটা মিলে সন্তানসহ দরিদ্র পরিবারের শ্যামলীকে জোরপূর্বক তালাক

জীবননগর ব্যুরো: জীবননগরে প্রবাসী মামুনের কা- মোটা অংকের টাকা যৌতুক নিয়ে একের পর এক বিয়ে, টাকা শেষ হলেই স্ত্রীর নামে মিথ্যা অপবাদ দিয়ে কোর্ট থেকে জোরপূর্বক তালাক। জীবননগর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পশু হাসপাতালের সামনে হাজি লিয়াকত আলী মোল্লার ছেলে প্রবাসী ফেরত মামুনের (২৭) সাথে একই উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের অসহায় বাবলুর রহমানের মেয়ে শ্যামলী খাতুনের (২৩) সাথে বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল গলার চেন ,আংটিসহ নগদ ৩ লাখ টাকার যৌতুক নিয়েছে বলে মেয়ের পরিবার দাবি করেছে। যৌতুকের টাকা শেষ হলেও শ্যামলীর ওপর চাপ দিয়ে আবারও টাকার দাবি করেন বলে জানান। টাকা আনতে অস্বীকার করলে শ্যামলীর ওপরে নেমে আসতো শারীরিক মানষিক নির্যাতন। ছোট মেয়ে মৌরীনকে নিয়ে স্বামীর সংসার ফিরে পেতে বিভিন্ন মহলে ধরনা দিয়েও হয়নি তার কোনো সুরাহা। এ ব্যাপারে নির্যাতিতা শ্যামলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামুনের সাথে আমার তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। আমার এর আগে অন্য জায়গায় বিয়ে হয়েছিলো সেটি আমি তাকে বলেছি এবং তার বাবাও এ বিষয়টি জানত মামুনের ও চুয়াডাঙ্গা কোর্টপাড়ায় তিস্তা নামের একটি মেয়ের সাথে বিয়ে হয়েছিলো এবং তার ঘরে ৪র্থ শ্রেণির পড়–য়া মাহিতা নামের (১০) বছরের একটি মেয়ে আছে আমি সমস্ত কিছু শুনেই তাকে বিয়ে করেছিলাম সে ও তার বাবা আমার সম্বন্ধে জেনে আমার সাথে বিয়ে করে ।কিন্তু দিন যেতে না যেতেই সে যৌতুকের টাকার জন্য আমার উপর নির্যাতন করত। আমি টাকা আনতে রাজি না হলে নেশা করা অবস্থায় আমার উপরে অমানুষিক নির্যাতন করতো। আমি আমার মেয়ের মুখ পানে তাকিয়ে তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করিনি তার পরও সে আবার অন্য জায়গায় বিয়ে করার জন্য গোপনে আমাকে কোর্ট থেকে তালাক দেয়। এ বিষয়টি আমি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিকে বলি তিনারা বাড়িতে বসে বিষয়টি মিটিয়ে দেন। কিন্তু মামুন আমাকে প্রতিনিয়ত রাতে বাড়ি থেকে চলে যেতে হুমকিধামকি দিচ্ছে বাড়ি থেকে বেরিয়ে না গেলে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ওর্য়াড কাউন্সিলর ওয়াসিম রাজার সাথে কথা বললে তিনি বলেন মামুন শ্যামলীকে বিয়ে করার আগেও চুয়াডাঙ্গার একটি মেয়ের সাথে বিয়ে করেছিলো সে পক্ষের একটি মেয়েও আছে সে বিদেশে থাকা অবস্থায় ওই স্ত্রীকে তালাক দিয়েছে বলে আমি শুনেছি তাছাড়া বর্তমান মামুনের স্ত্রী শ্যামলী খাতুনকে জোরপূর্বক তালাক দিয়েছে বলে আমার কাছে জানান।
এ ব্যাপারে মামুনের পিতা হাজি লিয়াকত আলী মোল্লার সাথে কথা বললে তিনি বলেন, আমি মেয়েটিকে দেখে শুনে তার ইচ্ছেমতে বিয়ে দিয়েছিলাম এবং তার সাথে বিয়ে দেয়ার পরে আমার বাড়িটাও আমার ছেলের নামে লিখে দিয়েছি। কিন্তু হঠাৎ সে এখন সন্তানসহ স্ত্রী বাদ দিতে চাইছে তাকে নিষেধ করায় সে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।