জীবননগরে পারিবারিক কলহের জেরে হামলা : একজন জখম

জীবননগর ব্যুরো: জীবননগরে পারিবারিক কলহের জের ধরে হামলার শিকার হয়েছেন রমিজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি। গতকাল বুধবার সকালে উপজেলার কাশিপুর মাঠপাড়ায় নিজ বাড়িতে ফেরার পথে নিকটাত্মীয়দের কাছে হামলার শিকার হয়ে জখম হন তিনি। জখম অবস্থায় আহত রমিজকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর মাঠপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে রমিজ উদ্দিনের শ্যালক বাদশার স্ত্রীর সাথে গত দু দিন পূর্বে পরিবারের সদস্যদের ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। এ ঘটনায় বাদশার স্ত্রী তার ভাইদেরকে নিয়ে রমিজ উদ্দিনের স্ত্রী ও পরিবারের আরো এক সদস্যের ওপর চড়াও হয়। শ্যালকের স্ত্রী ও তার ভাইদের হুমকির প্রতিবাদ জানান রমিজ এবং তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার একদিন পর গতকাল বুধবার সকালে রমিজ বাজারে তার কাঁচামালের ব্যাবসা শেষে আলমসাধুযোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে শ্যালকের স্ত্রী ও তার ভাইয়েরা কাশিপুর গ্রামের দুধ মিয়ার ছেলে শহিদ (৪০), মিন্টু (২৮), কুদ্দুস (৩৫) ও চাচাতো ভাই শাহজাহান আলীর ছেলে কামাল (৩৫) তার ওপর হামলা চালায়। এ সময় তাকে পেছন থেকে গলায় কাপড় জড়িয়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করা হয় এবং তার কছে থাকা নগদ পঁচিশ হাজার টাকা কেড়ে নেয়া হয় বলে অভিযোগ করেন রমিজ উদ্দিন। আঘাতে জখম অবস্থায় রমিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে রমিজের স্ত্রী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। হামলাকারীরা প্রভাবশালী ব্যক্তি হওয়ায় আহতের পরিবারকে অভিযোগ তুলে নিতে হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেছেন রমিজ উদ্দিনের স্ত্রী। পরবর্তীতে বিকেলে রমিজের মামলা নেয় জীবননগর থানা পুলিশ।