জীবননগরে দ্বিতীয় পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদকরণে প্রস্তুতিসভা

 

জীবননগর ব্যুরো: ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলা সমন্বয় কমিটির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০০০ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী সকল নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট এ তথ্য সংগ্রহ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিসার (অ.দা.) ওয়ালিউল্লাহ জানান। ১৯৯৮ সালে জন্মগ্রহণকারীদের ৫ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর ১ম নিবন্ধন এং ১৯৯৯ ও ২০০০ সালে জন্মগ্রহণকারীদের চলতি বছরের ৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ে নিবন্ধনের কাজ শেষ করা হবে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনাসভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্, মৎস্য অফিসার ফরহাদুর রেজা, প্রেসক্লাব সভাপতি অনোয়ারুল কবির, পৌর কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউপি চেয়াম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যন শাখাওয়াত হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।