জীবননগরে দু দিনব্যাপী স্বাস্থ্য মেলার সমাপনী অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান এ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ চত্বরে প্রথমবারের মতো আয়োজিত দু দিনব্যাপী স্বাস্থ্য মেলা বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। জীবননগর উপজেলা পরিষদ ও পৌরসভার সহযোগিতায় জাতীয় তরুণ সংঘ জেটিএস ও সূর্যের হাসি ক্লিনিক যৌথভাবে এ স্বাস্থ্য মেলার আয়োজন করে। মেলার শেষ দিনে গান পরিবেশন করেন ধীরু বাউল ও তার দল।  শেষ দিনে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, কিশোরীদের উপস্থিত বক্তৃতা, নবদম্পতিদের সংবর্ধনাসহ গর্ভবতী মায়েদের মাঝে মায়ের ব্যাংক বিতরণ করা হয়। বিকেলে মেলামঞ্চে নাটক অভিমানী জামাই মঞ্চস্থ করা হয়। হাটা প্রতিযোগিতাসহ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাতে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও সঙ্গীতানুষ্ঠান। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। সাংবাদিক শামসুল আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিসিসি-এনএইচএসডিপির পরিচালক শফিকুর রহমান, জাতীয় তরুণ সংঘের প্রকল্প পরিচালক সেলিম আক্তার, এনএইচএসডিপির কমিউনিটি মোবিলাইজেশন অ্যাডভাইজার এআরএমএম কামাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু. জাতীয় তরুণ সংঘ জীবনগরের সভাপতি মুজিবর রহমান, এসএমসির কর্মকর্তা নাসির উদ্দিন, জেটিএস মহেশপুরের সভাপতি আব্দুল ওয়াহেদ বিশ্বাস প্রমুখ। মেলায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, মা ও শিশু স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা সেবা, প্যাথলজি সেবা, ফার্মেসি সেবা, কিশার কিশোরী ও জিবিভি সেবা, মোবাইল স্যাটেলাইট ক্লিনিক, নিউ লাইফ ব্লাড ব্যাংক, সবনবিভাগ, ইম্প্যাক্ট ফাউন্ডেশন ও সোস্যাল মার্কেটিং কোম্পানিসহ ১২টি স্টলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ সরবরাহ করা হয়।