জীবননগরে দুই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুই সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার মেদিনীপুর ও ধোপাখালী সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্র জানায়, মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলারের দৌলতগঞ্জ আইসিপিতে মেদিনীপুর-টুংগী ক্যাম্প কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির পক্ষে মেদিনীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার ওমেদুল ইসলাম নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে ভারতের ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে টুংগী ক্যাম্প কমান্ডার এএসআই আরকে ইয়াদব নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে ধোপাখালী সীমান্তের ৭০/৩২-টি মাধবখালী আমবাগানে অনুষ্ঠিত পাতাকা বৈঠকে ধোপাখালী বিওপি কমান্ডার হাবিলদার আলী হোসেন বিজিবির পক্ষে ও ভারতের মাটিয়ারী ক্যাম্প কমান্ডার এএসআই একে মণ্ডল বিএসএফের পক্ষে নেতৃত্ব প্রদান করেন।
পতাকা বৈঠকে বাংলাদেশ-ভারত উভয় দেশে অবৈধ অনুপ্রবেশ রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, ভারত থেকে পাচার হয়ে আসা মাদকদ্রব্যের চোরাচালান বন্ধ ও তারকাঁটার কাটা রোধসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার বিষয় স্থান পায়। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ পতাকা বৈঠক ফলপ্রসু হয়েছে বলে নিশ্চিত করেছেন।