জীবননগরে ট্রাকের অতিরক্তি মালের ধাক্কায় গাছের ডাল ভেঙে পাউয়ারটিলারের ওপর : ৩ গরু ব্যবসায়ী আহত

 

জীবননগর ব্যুরো: অতিরিক্ত মালভর্তি ট্রাকের ধাক্কায় গাছের ডাল ভেঙে পাউয়ারটিলারের ওপর পড়ে ৩ গরুব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের সন্তোষপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত সকলে এ সময় খালিশপুর গরুর হাটে গরু বেচাকেনা করে পাউয়ারটিলারযোগে বাড়ি জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে ফিরছিলো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের আশাদুল ইসলামের ছেলে আসমাউল (৩০), আরশেদ আলীর ছেলে খোরশেদ আলী (৬০) ও গোপাল মণ্ডলের ছেলে ঝড়ু (৫৫) গরুব্যবসায়ী। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর গরুর হাটে তারা গরু বেচাকেনা করে বাড়ি ফিরছিলো। তাদের বহনকৃত পাউয়ারটিলারটি সন্তোষপুর মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অতিরিক্তি পণ্যবাহী ট্রাক এ সময় তাদের পাশ দিয়ে যাওয়াকালে অতিরিক্তি মালের ধাক্কায় সড়কের পাশের গাছের একটি বড় ডাল ভেঙে পাউয়ারটিলারের ওপর পড়ে। এ দুর্ঘটনায় তারা সকলে মারাত্মকভাবে আহত হন। আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে খোরশেদ আলী ও আসমাউলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।