জীবননগরে জেলেদের মধ্যে প্ররিচয়পত্র প্রদান ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

 

জীবননগর ব্যুরো: জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় মৎস্য অফিসের উদ্যোগে জীবননগর উপজেলার জেলেদের মাঝে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। একই সময়ে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ কর্মসূচির অংশ হিসেবে মারুফদাহ বাঁওড়ে ১ হাজার ৩শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু. মো আ. লতিফ অমল আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে মারুফদাহ বাঁওড়ে জেলেদের মাঝে পরিচয়পত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা ফরহাদুর রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দীন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।