জীবননগরে জন্ম নেয়া পেটজোড়া লাগা যমজ শিশু হাশি-খুশি মারা গেছে

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে জন্ম নেয়া পেটজোড়া লাগা যমজ শিশু হাসি-খুশি অবশেষে মারা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পেটজোড়া লাগা যমজ এ শিশুদের পৃথক করার জন্য চিকিৎসকরা নানা পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। শেষ পর্যন্ত অপারেশনের আগেই তারা মারা গেছে বলে তাদের পিতা মুকুল মিয়া জানিয়েছেন।

গত ১৯ অক্টোবর উপজেলার গয়েশপুর গ্রামের মুকুল মিয়ার স্ত্রী সীমা খাতুন জীবননগর শহরের আদর্শ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে অস্ত্রোপচারের মাধ্যমে পেটজোড়া লাগা বিরল এ যমজ শিশু দুটির জন্ম দেন। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু অস্ত্রোপচার করতে গিয়ে দেখেন কন্যা শিশু দুটির বুকের সিনা থেকে নাভি পর্যন্ত জোড়া লাগানো। দুটি মাথা, দুটি পা, দুটি হাত ও আদালা যৌনাঙ্গ নিয়ে জন্ম নেয়া শিশু দুটিকে পৃথকের আশায় গত ২০ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় তার পরিবার।