জীবননগরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম উপলক্ষে ছবি তোলার কাজ গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়েছে। জীবননগর হাসাদাহ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার একটি পৌরসভাসহ ৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে বাদপড়া ও নতুন ভোটারদের ছবি তোলা হবে। ২১ অক্টোবর পর্যন্ত চলবে হালনাগাদকরণ এ কার্যক্রম।

জীবননগর উপজেলা নির্বাচন অফিসার (অ. দা.) মো. ওয়ালিউল্লাহ জানিয়েছেন, ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক এ ছবি তোলা কার্যক্রম শুরু করা হবে। ২৬ থেকে ২৭ সেপ্টেম্বর হাসাদহ ইউনিয়ন পরিষদ ভবনে হাসাদহ ইউনিয়নের বাসিন্দারা, ২৮ থেকে ২৯ সেপ্টেম্বর বাঁকা ইউনিয়ন পরিষদ ভবনে বাঁকা ইউনিয়নের বাসিন্দারা, ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর রায়পুর ইউনিয়ন পরিষদ ভবনে রায়পুর ইউনিয়নের বাসিন্দারা, ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাসিন্দারা, ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত উথলী ইউনিয়ন পরিষদ ভবনে উথলী ইউনিয়নের বাসিন্দারা, ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সীমান্ত ইউনিয়ন পরিষদ ভবনে সীমান্ত ইউনিয়ন পরিষদের বাসিন্দারা ও ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত জীবননগর পৌরভবনে জীবননগর পৌরসভার বাসিন্দারা ছবি উঠাতে পারবেন। এরপরও যদি উপজেলার কেউ বাদ পড়েন, তাহলে ২১ অক্টোবর জীবননগর পৌরভবনে ছবি তুলে হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।