জীবননগরে কৃষকদের নিকট থেকে সরাসরি গম নেবে খাদ্য বিভাগ

 

জীবননগর ব্যুরো: চলতি মরসুমে জীবননগর খাদ্য বিভাগ সরাসরি কৃষক পর্যায় থেকে গম খরিদ করবে। ৩৭১ মে.টন গম নেবে খাদ্য বিভাগ। প্রতিকেজি গমের জন্য সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। আগামী সপ্তা হতে এ গম খরিদ করা হবে।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মরসুমে সরকার সরাসরি কৃষক পর্যায় থেকে গম ক্রয় করবে। একজন কৃষক তার ক্ষেতের উৎপাদিত গম ৫শ কেজি থেকে সর্ব্বোচ ২ মে.টন পর্যন্ত দিতে পারবে। প্রতিকেজি গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।