জীবননগরের মারুফদাহ বাঁওড়ে মড়ক লেগে মারা গেছে মাছ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মারুফদাহ বাঁওড়ে মড়ক লেগে গত ৪ দিনে ৫ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ১শ মণ মাছ মারা গেছে। এ ঘটনায় মারুফদাহ বাঁওড়ের মৎস্যচাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। যদি ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদেরকে সরকারিভাবে কোনো অর্থ সাহায্য করা না হয়, তাহলে তাদের ব্যাংক ঋণ পরিশোধ করতে ভিটে জমি বিক্রি করতে হবে বলে তারা দাবি করেছেন। গতকাল শুক্রবার জীবননগর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল কাদের মারুফদাহ বাঁওড় পরিদর্শন করেন। মারুফদাহ বাঁওড়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, অন্য জায়গার পাট পচানো পানি মারুফদাহ বাঁওড়ে প্রবেশ করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরহাদুর রেজা জানান, দূষিত পানির কারণেই মারুফদাহ বাঁওড়ে মাছের মড়ক লেগেছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।