জীবননগরের বেনীপুর ও মেদিনীপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বেনীপুর ও মেদিনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, বেনীপুর সীমান্তের ৬১/৭ এস পিলারের নিকটে বেনীপুর ডিসপুট ল্যান্ডে অনুষ্ঠিত পাতাকা বৈঠকে বেনীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মসলেম উদ্দিন বিজিবির পক্ষে নেতৃত্ব প্রদান করেন। বিএসএফ’র পক্ষে কৃষ্ণনগর ১৭৩ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার এসআই আরকে পান্ডে নেতৃত্ব প্রদান করেন।

অপরদিকে মেদিনীপুর সীমান্তের ৬২/৯ এস পিলারের নিকটে ভাজনঘাট ফার্মের মাঠ নামক স্থানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন মেদিনীপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম। অপরদিকে ভারতের কৃষ্ণনগর ১৭৩ ব্যাটালিয়নের পক্ষে পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই পুশি বাবু নেতৃত্ব প্রদান করেন।