জীবননগরের আলীপুরে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক আবুল হাশেমের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। কাশিপুর মাঠপাড়ার ৪০ জনের গণস্বাক্ষরকৃত অভিযোগ আবুল হাশেম তাদের সকলকে বৈদ্যুতিক মিটার করিয়ে দেয়ার নাম করে ১০ হাজার করে ৪ লাখ টাকা আত্মসাত করেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক আত্মসাতকৃত ফেরতের দাবিতে গতকাল বুধবার ইউএনও বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ার মজিদ সরকারের ছেলে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি গ্রাম আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। গ্রামের ৪০ পরিবারকে বৈদ্যুতিক মিটার পাইয়ে দেয়ার কথা বলে প্রত্যেকটি পরিবারের নিকট হতে সাড়ে ৩ বছর আগে ১০ হাজার টাকা করে ৪ লাখ টাকা গ্রহণ করে। কিন্তু গত সাড়ে ৩ বছর ধরে এসব পরিবারের মিটারের কোনো ব্যবস্থা না করে ঘুরিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা তার সাথে কথা বলতে গেলে তিনি তাদেরকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে দেখে নেয়ার কথা বলছেন।