জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে আদালতে অভিযোগ

 

স্টাফ রিপোটার: জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর বিজ্ঞ সহকারী জজ আদালতে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মির্জ্জা হাসিবুর রহমান বাদী হয়ে এ নালিশি অভিযোগপত্র দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে কেন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগদান স্থগিত করে মর্মে অবৈধ ঘোষণা করা হবে তা বিবাদীগণকে আদালতে আগামী ধার্য দিনে লিখিতভাবে জবাব দানের জন্য সমন জারি করার আদেশ দিয়েছেন। বাদী তার অভিযোগপত্রে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর মকলেচুর রহমান টজো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদস্য সচিব ফরহান উদ্দিন, অভিভাবক সদস্য শেখ রেজা আলী, জহুরুল ইসলাম, মহিলা অভিভাবক সদস্য হালিমা রহমান, শিক্ষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সোনা, ফজলে রাব্বি, সালমা বানু ও সালাহ উদ্দিনকে বিবাদী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

বিজ্ঞ আদালতে দাখিল নালিশি অভিযোগসূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া বহুমখি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ‘খ’ শাখার ছাত্রী বাদীর মেয়ে মারিয়া মির্জ্জা সূত্রে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হিসেবে দেখানো হয়েছে। তিনি বিজ্ঞ আদালতকে জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষে কোনো নির্বাচন না করে সম্পুর্ণ অন্যায় ও অবৈধভাবে চলতি বছরের ২৫ মে কমিটি গঠন করা হয়। যা সম্পুর্ণ অন্যায়, অবৈধ ও নীতিমালা পরিপন্থি বলে উল্লেখ করেন। তিনি সভাপতিকে আইন অনুযায়ী কমিটি গঠন করে শিক্ষক নিয়োগ দানের প্রস্তাব করলে সভাপতি তা প্রত্যাখান করে তড়িঘড়ি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন প্রার্থীর নিকট অন্যায় ও অবৈধভাবে ব্যাপক অর্থ হাতিয়ে নিয়ে শিক্ষক নিয়োগদানের পাঁয়তারা করছেন। বাদী তার অভিযোগপত্রে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ স্থাগিত চেয়ে নীতিমালা মোতাবেক সচ্ছতার সাথে ও সকলের মতামতকে প্রধান্য দিয়ে দক্ষ, যোগ্য ও আদর্শবান শিক্ষক নিয়োগের দাবি জানান।