জিয়া হত্যায় শেখ হাসিনা জড়িত কি-না জনমনে প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় বর্তমানপ্রধানমন্ত্রী শেখ হাসিনাও জড়িত ছিলেন কি-না জনমনে প্রশ্ন রয়েছে বলে মন্তব্যকরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকের স্বঘোষিত প্রধানমন্ত্রী ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন। আর ৩০মে শহীদ হন  প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, শেখহাসিনাও এ হত্যায় জড়িত ছিলেন কি-না। বিএনপি ক্ষমতায় এলে জিয়া হত্যার বিষয়টিপুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। গতকাল দুপুরে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয়কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  সোমবার গণভবনেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের যৌথসভায় বলেছিলেন, জিয়াউর রহমান মরে গিয়েবেঁচে গেছেন। না হলে তিনিও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি থাকতেন।প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের নিন্দা জানিয়ে মির্জা আলমগীর বলেন, জিয়াউররহমান  সেনাবাহিনীর প্রধান হওয়ায় যদি বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি হতেপারেন, তাহলে তৎকালীন আওয়ামী লীগ নেতা খন্দকার  মোশতাকের মন্ত্রিসভায় যারাযোগ দিয়েছিলেন যারা সবাই আওয়ামী লীগের ছিলেন, তারা কেন আসামি হবেন না?