জামজামি যমুনার মাঠে ছিনতাই মামলায় দুজন গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা যমুনার মাঠে যাত্রীবেশে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনাতাইয়ের ঘটনায় আকবার ও জানোকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ছিনতাইকারী আকবার ও জানোকে কুমারী গ্রাম থেকে আটক করা হয়। ২১ অক্টোবর সন্ধ্যায় ভ্যানচালককে কুপিয়ে ছিনতাইকৃত ভ্যান ২২ অক্টোবর কুষ্টিয়া ইবি থানার পাটিকাবাড়ি বাজারে ১০ হাজার টাকায় বিক্রয়কালে ভ্যানসহ ছিনতাইকারী সুজনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। সুজনের স্বীকারোক্তিতে আকবার ও জানোকে পুলিশ আটক করেছে।

জানা গেছে, উপজেলার কুমারী গ্রামের কলেজপাড়ার সাকের আলীর ছেলে সুজন (২২), ফারাজিপাড়ার আব্দুল আজিজের ছেলে আকবার আলী (২৫) ও গাংপাড়ার মৃত ছিলাফত আলীর ছেলে জাহাঙ্গীর আলম জানোসহ (২৮) কয়েকজন মিলে পরিকল্পনা করে। পরে সুজনকে দিয়ে ২১ অক্টোবর সন্ধ্যায় উপজেলা ডাউকী ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত নবাই মণ্ডলের ছেলে আবুল হোসেন (৬০) পাখি ভ্যানচালককে সন্ধ্যায় হাইসপুর ব্রিজ মোড় থেকে যাত্রীবেশী ছিনতাইকারী সুজন পরিকল্পনা মোতাবেক জামজামি যাওয়ার জন্য ভ্যান ভাড়া করে। সে সময় তার হাতে একটি সাধারণ ব্যাগ ছিলো। ভ্যানটি যমুনা মাঠের ইটভাটা বরাবর নির্জনে পৌঁছুলে স্যান্ডেল পড়ে গেছে বলে সুজন থামতে বলে। যাত্রীর কথায় ভ্যান দাঁড় করালে সে ভ্যান থেকে নেমে ভ্যানচালককে বলে আমি ভ্যান চালাচ্ছি তুমি নামো। এ সময় তাদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে  আরও তিন/চারজন হাজির হয়। তাদের হাতে থাকা হাত কুড়াল দিয়ে ভ্যানচালকের মাথায় দুটি কোপ মারে। এতে বৃদ্ধ ভ্যানচালক মাটিতে লুটিয়ে পড়লে যাত্রীবেশী ছিনতাইকারী সুজন, আকবার, জানো ও তাদের বন্ধুরা ভ্যানগাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। আলমডাঙ্গা থানার এসআই মহাব্বত আলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবার ও জানোকে আটক করে থানায় নিয়ে আসে। আজ সংশ্লিষ্ঠ মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।