জামজামি বাজারে ভ্রাম্যমাণ আদালত : জরিমানা

 

জামজামি প্রতিনিধি: আলডাঙ্গার জামজামি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হোটেল ও মুদি দোকানিকে  ৩০ হাজার জরিমানা করেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত প্রথমে মুদি দোকানির সাহা স্টোরে অভিযান চালিয়ে পণ্য ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী মজুদ, শিশু খাদ্যের পাশাপাশি বিষ ও নোংরা অবস্থানে খাদ্যপণ্য রাখার  দায়ে ভৌক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৫১ ধারা মোতাবেক মালিক সাহাকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম দণ্ড ঘোষণা করেন। এ সময় মালিক জরিমানার টাকা নগদে প্রদান করেন। এরপর জামজামি বাজারেই প্রদীপ হোটেল অ্যান্ড সুইটসে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু হয়। নোংরা পরিবেশ ও মানহীন খাদ্য পানীয় পরিবেশনার দায়ে স্বর্গীয় শ্রী মঙ্গল চন্দ্র সাহার ছেলে হোটেল মালিক শ্রী প্রশান্ত সাহাকে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড দেন। হোটেল মালিক তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধে মুক্ত হন। সহযোগিতায় ছিলেন নাজির সোহেল রানা,  সার্ভেয়ার তরিকুল ইসলাম।
জামজামি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই বাবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।