জাপানের প্রতিনিধি দলের সাথে জাগরণীচক্রের ৪ দিনব্যাপি আলোচনার সমাপনী

 

দর্শনা অফিস: এশিয়ান হেলথ ইনস্টিটিউট জাপান থেকে ১৯ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় ৪ দিনের পরিদর্শনে এসেছে। জাগরণীচক্র ফাউন্ডেশন পরিচালিত অতিদরিদ্র মহিলা উন্নয়ন কর্মসূচির টেকসই সংগঠন প্রতিষ্ঠায় সহায়তা কার্যক্রম পরিদর্শন ও শিক্ষা সফরের জন্য প্রতিনিধিদল গত ২৩ মার্চ আসে। টানা ৪ দিন পরিদর্শনকালে প্রতিনিধিদল সংগঠনের মিটিং, মুষ্টিচাল সংগ্রহ, প্রাক-প্রাথমিক বিদ্যালয়, উপহার প্রদান, বসতবাড়িতে সবজিবাগান, কিশোরী ক্লাব, কমিউনিটি হেলথ ক্লিনিক পরিদর্শনসহ দরিদ্র সদস্যদের বাড়িতে অবস্থান করে দৈনন্দিন গ্রামীণ সমস্যা বিষয়ে আলোচনা করেছে। প্রতিনিধিদল এ প্রতিবেদন জাপান সরকারের কাছে পেশ করবেন বলে জানিয়েছেন জাগরণীচক্র ফাউন্ডেশনের উপপরিচালক কাজী মাজেদ নেওয়াজ।