জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আঞ্চলিক চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: ‘যুক্তিতে মুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ দু জেলা থেকে মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পেপসোডেন্ট ও প্রথম আলোর সৌজন্যে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রথম পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে আলাদা আলাদা বিষয়ের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। সব পর্ব মিলিয়ে সর্বোচ্চ ৩৭০ পয়েন্ট পেয়ে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ৩৪০ পয়েন্ট অর্জন করে আলমডাঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রানার আপ হয়।

ভালো জিপিএ অর্জনই শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য নয়, বাবা-মায়ের অতিরিক্ত শাসনে ছেলে-মেয়েরা বিপথগামী হচ্ছে, আইনের শাসনই সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে ইত্যাদি বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল প্রতিযোগী তিন শিক্ষার্থী ও উপদেষ্টা শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। সেইসাথে তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের অব্যাহত সহযোগিতা পেলে পড়ালেখার ভালো ফলাফলের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠান ভালো করবে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলের তিন সদস্যরা হলো- অহনা ইসলাম (দলনেতা), নৌশিনী তাবাচ্ছুম (শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত) ও সিদরাতুল মুনতাহ তৃষ্ণা। উপদেষ্টা শিক্ষক ছিলেন আনিছুর রহমান ও কামরুজ্জামান।