জাতীয় মৎস্য পুরস্কার পেলেন চুয়াডাঙ্গার সন্তান মজিনুর রহমান

 

স্টাফ রিপোর্টার: মৎস্য সম্পদ উন্নয়নে কৃতিত্বপূর্ণ আবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পুরস্কার-২০১৭ পেলেন চুয়াডাঙ্গার সন্তান মজিনুর রহমান। গত ১৯ জুলাই বুধবার সকালে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউট জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এ পুরস্কার তুলে দেন।

মজিনুর রহমান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হয়ে ১৯৯১ সালে বিসিএস (মৎস্য) ক্যাডাডে উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদন করেন। তিনি বর্তমানে রাজবাড়িতে জেলা মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। মজিনুর রহমান রাজবাড়িতে কর্মরত অবস্থায় পদ্ম নদীতে মা ইলিশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখেন। এরই ফলশ্রুতিতে তিনি জাতায়ী মৎস্য সপ্তাহ পুরস্কারে ভূষিত হন। সারাদেশে মৎস্য বিভাগের মধ্যে তিনি একমাত্র কর্মকর্তা ব্যক্তি হিসেবে এ পুরস্কার লাভ করেন।

মজিনুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জিরাট গ্রামের মৃত হারান আলী মণ্ডলের তৃতীয় পুত্র। মৃত আনছার আলীর ছোট ভাই, মুক্তিপাড়ার মৃত সহিদার রহমান বকু চৌধুরীর কনিষ্ঠ জামাতা ও অ্যাড. মজিবুল হক মিন্টু চৌধুরীর ছোট ভায়রা। মজিনুর রহমানের স্ত্রী সাহান হেলালী মিতা, জ্যেষ্ঠ পুত্র মামুনুর রহমান মুন বাংলাদেশ নৌবাহিনীর সাব ল্যাফট্যানেন্ট, কনিষ্ঠ পুত্র সানিনুর রহমান সান এ বছর যশোর বোর্ড থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হয়ে বর্তমানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।