জাতীয়করণসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গাসহ সারাদেশে শিক্ষকদের মানববন্ধন

 

মাথাভাঙ্গা ডেস্ক: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। গতকাল সোমবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে এ কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয় বেলা ১১টায়। একই সময় বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর সংলগ্ন ইউনিয়ন অ্যাসোসিয়েশন হলরুমে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি তোলেন নেতৃবৃন্দ।

চুয়াডাঙ্গায় গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে আয়োজিত মানববন্ধনে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- জেলা কমিটির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, শিক্ষক নেতা নূর হোসেন, মজিবুল হক, মোমিনুর রহমান, সাইনুল হোসেন বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, আব্দুল মান্নান, তাইজাল হোসেন, আকরাম হোসেন, হারুন আর রশিদ, ইমাম হাসান, শঙ্কর কুমার পাত্র, হাবিবুর রহমান, মনোয়ার হোসেন, কবির হোসেন  ইয়াকুব আলি মাস্টারসহ শিক্ষক নেতৃবৃন্দ। শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি প্রদান, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, বৈশাখী ভাতা প্রদান এবং ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তিকরণের দাবি জানানো হয়।

অপরদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত শিক্ষা জাতীয়করণের দাবিতে চুয়াডাঙ্গা ইউনিয়ন অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হবে। জেলা সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক মোহাম্মদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন রেজা, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক ও বেসরকাপরি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য অনুপম বড়ুয়া, ঢাকা উত্তরের আহ্বায়ক ও বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর কল্যাণ ট্রাস্টের সদস্য আবদুল মান্নান, ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র চৌধুরী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক নেতা চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, বাকশিস চুয়াডাঙ্গার সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, শিক্ষক নেতা হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলি প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ফোরকান আলী

মেহেরপুর অফিস জানিয়েছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু। এ সময় স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিগান, একরামুল আজীম, আশরাফুজ্জামান, আবুল কাশেম, মীর মাহাবুব আলম, তাহাজউদ্দিন, আব্দুল মান্নান, মিয়ারুল ইসলামসহ জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামীতে আরোও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকরা একটি স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক পরিমল সিংহ স্মারকলিপি গ্রহণ করেন।

     ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে সোমবার সকালে শহরের পোস্টঅফিস মোড়ে এ কর্মসূচি আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ। এ মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- পরিষদের সভাপতি আসাদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, শেখ কবিরুল ইসলাম, শিক্ষক নেতা শরিফুল ইসলাম প্রমুখ।