জাতি সংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার: ‘গতি কমাও জীবন বাঁচাও’ স্লোগানকে  সামনে রেখে জাতি সংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় নিরাপদ সড়ক চাই (নিরসচা) চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্য ও সুধীজন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দুর্ঘটনা গবেষণা সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া বিষায়ক সম্পাদক ইসলাম রকিব, সাংস্কৃতি বিষায়ক সম্পাদক হিরন-উর-রশীদ, মহিলা বিষায়ক সম্পাদক নুরুন্নাহার কাকুলী, অর্থসম্পাদক শামিম হোসেন, যুগ্ম সম্পাদক ওবাইদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য অ্যাড. হানিফ উদ্দিন, কানিজ সুলতানা, কিশোর কুমার কুণ্ডু, সম্রাট, সাজেদুল হকসহ আমন্ত্রিত সুধীজন। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাবুদ সরকার।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সভাপতি সুষেন্দু কুমার ভৌমিক, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত গতিতে যানবাহন না চালিয়ে একটি নিদ্রিষ্ট গতিতে চালানোর আহ্বান জানান। পাশাপাশি পথচারীদেরকেও সচেতনতার সাথে রাস্তায় চলাচলের আহ্বান জানান বক্তারা।