জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে গোশ বিক্রি নিয়ে জীবননগরের পল্লিতে উত্তেজনা : সালিস নিয়ে রশি টানাটানি

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জলাতাঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে গোশ ক্রেতা সাধারণের মাঝে বিক্রি করার অভিযোগের প্রেক্ষিতে সালিসসভা নিয়ে দু ইউপি মেম্বারের মধ্যে রশি টানাটানি শুরু হয়েছে। গরু ক্রেতা-বিক্রেতা ও কসাই দু গ্রামের বাসিন্দা হওয়ায় সালিসসভায় উভায়পক্ষের উপস্থিতি নিয়ে শঙ্কার কারণেই সালিস পড়ে অনিশ্চয়তার মধ্যে। আলামত হিসেবে জলাতষ্ক গরুর ১ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। অবশ্য সালিস অনিশ্চয়তার মধ্যে পড়লেও এলাকার সাধারণ মানুষ এ সালিস দেখার অপেক্ষায় রয়েছে।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, গত রোববার ভোরে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মিন্টু কসাই ও জামাই শহিদুল ইসলাম একটি গরু জবাই করে বিক্রি করেন। অভিযোগ, ওরা জলাতাঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে গোশ প্রকাশ্যে স্থানীয় দেহাটি বাজারে বিক্রি করেন। ঘটনাটি পরদিন ফাঁস হয়ে পড়লে স্থানীয় জনতা অভিযুক্ত গোশ বিক্রেতা তথা কসাইদের শাস্তির দাবি তোলে। এ দাবির মুখে ওয়ার্ড মেম্বার দলুরুদ্দিন দুলাল সন্ধ্যায় সালিস করার আশ্বাস দেন। অভিযুক্ত কসাই বলছেন, তারা দেহাটি গ্রামের মিলন শাহর নিকট থেকে গরুটি ১০ হাজার টাকা দিয়ে গরু কেনেন। বিক্রেতা মিলন শাহ দাবি করছেন, গরুটি তিনি ইউনিয়নের কাশিপুর গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে কৃষক লাল্টু বিশ্বাসের নিকট থেকে সরল বিশ্বাসে কিনেছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, লাল্টু কেন জলাতষ্ক গরু জেনেশুনে বিক্রি করলেন? তার অপরাধই সালিসযোগ্য।