জন্মভূমি আলমডাঙ্গা ঘুরতে এসে সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দু সচিবের

আলমডাঙ্গা ব্যুরো: জন্মভূমি আলমডাঙ্গা ঘুরে গেলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল ও বিদ্যুত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কাশেম। তারা আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ সরকারি বিভিন্ন দফতর ঘুরে দেখেন ও কূশলাদি বিনিময় করেন। শেষে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে সকল কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মন্ত্রীপরিষদ সচিব মোস্তফা কামাল এ সময় কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা নিষ্ঠা ও সততার সাথে কাজ করবেন। আমি এই মাটির সন্তান। আলমডাঙ্গায় আমার শিক্ষা জীবন, শৈশব-কৈশর কেটেছে। এই এলাকার উন্নয়নের লক্ষ্যে আপনাদের মাধ্যমে কিছু কাজ করতে চাই। আপনারা সহযোগিতা করবেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, উপজেলা মৎস্য অফিসার মঈনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, আবাসিক প্রকৌশলী আবেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, হিসাব রক্ষণ অফিসার এজেডএম দিদার আলী, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, বিআরডিবি কর্মকর্তা রকিবুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী সংঞ্চয়ী ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আলহাজ আনোয়ার হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল জব্বার, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। পরে আলমডাঙ্গা পৌরসভা পরিদর্শনকালে পৌর মেয়র হাসান কাদির গনুর পক্ষ থেকে দুজন সন্মানিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আলমডাঙ্গা পৌরসভার উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সদর উদ্দিন ভোলা, কাউন্সিলর আলাল উদ্দিন, কাজী আলী আজগর সাচ্চু, জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফফার, জাহিদুল ইসলাম, মতিয়ার রহমান ফারুক প্রমুখ। গতকালই তারা আলমডাঙ্গা ত্যাগ করেন।