জনদুর্ভোগ : আলমডাঙ্গা পৌর এলাকার রাস্তা ও ফুটপাত ব্যবসায়ীদের দখলে : আবারও গড়ে উঠছে অবৈধ স্থাপনা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। পৌর এলাকার বেশির ভাগ এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করছে। বার বার দৃষ্টি আকর্ষণ করা হলেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে নেই কোনো পদক্ষেপ। প্রশাসনও এ ব্যাপারে বেশ উদাসীন। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা প্রধান সড়কের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। অধিকাংশ রাস্তার ওপর ইট, বালি, রড রেখে প্রায়ই রাস্তা বন্ধ করে রাখে প্রভাবশালীরা। পুরাতন বাসস্ট্যান্ড থেকে চারতলামোড় পর্যন্ত ফুটপাত লেপ-তোষকের দোকান ও মোটর মেকানিকদের দখলে রয়েছে। বিল্ডিঙের কাজের জন্য প্রায়ই দেখা যায় রাস্তার মাঝখান পর্যন্ত দখল করে কাজ করা হচ্ছে। চারতলামোড় থেকে লালব্রিজ পর্যন্ত বেশিরভাগ দোকানি রাস্তার অংশ ও ফুটপাত দখল করে পণ্য রেখে যানবাহন ও মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। বছর খানেক আগে পৌর কর্তৃপক্ষ পদক্ষেপ নিলেও তা অদৃশ্য কারণে থেমে গেছে। এদিকে ড্রেনের কাজ করতে গিয়ে বাবুপাড়ার রাস্তাটি বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। বুধবার আলমডাঙ্গার পশুহাট। ওই দিন লালব্রিজের চৌরাস্তার ওপর পর্যন্ত বসে গরু-মোষের হাট। দুপুর থেকে গরু-মোষ, আলমসাধু, নসিমন করিমন রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে। কোনোভাবেই মানুষ রাস্তা পার হতে পারে না। অনেকে রেলস্টেশন, কালীদাসপুর ঘুরে বাজারে আসে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। পৌরবাসী অবিলম্বে অবৈধ স্থাপনা দখলমুক্ত করে জনদুর্ভোগ লাঘবে আলমডাঙ্গা পৌর মেয়র ও প্রশাসনের দৃষ্টি কামনা করেছে।