চ্যানেল-২৪ এর বিরুদ্ধে ফাইল করা নিয়ে প্রসিকিউটরদের বিরোধ

 

স্টাফ রিপোর্টার: চ্যানেল-২৪ এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ফাইল করা নিয়ে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের মধ্যে বেশকিছু সময় কথা কাটাকাটি হয়। এ কারণে এক প্রসিকিউটর এক মাসের ছুটির আবেদন করেছেন বলে জানা যায়। তবে কথা কাটাকাটি ও ছুটির বিষয়টি প্রসিকিউটরের কেউ স্বীকার করেনি।

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর চ্যানেল-২৪ এ রাত ১১টার মুক্তবাক টকশোতে ট্রাইব্যুনালের বিচার বিষয়ে মন্তব্য করা হয়। বিষয়টি নিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজসহ কয়েকজন প্রসিকিউটর আদালত অবমাননার অভিযোগের ফাইল তৈরি করেন। কিন্তু প্রসিকিউশনের একটি অংশ এ আবেদনের বিপক্ষে অবস্থান নেন। কারণ ওই চ্যানেলটির মালিক আওয়ামী লীগ ঘরানার। ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বাবা ওই চ্যানেলের পরিচালক। দুপুরে এ বিষয়টি নিয়ে তুরিন আফরোজের কক্ষে বেশকিছু সময় প্রসিকিউটদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং অকথ্যভাষা ব্যবহার করা হয়। এ সময় তুরিন আফরোজ অঝোরে কাঁদতে থাকেন। এই ঘটনায় তিনি ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করারও উদ্যোগী হন। পরে তিনি চিফ প্রসিকিউটর বরাবর এক মাসের ছুটির জন্য আবেদন করেন। আর এসব কারণে আদালত অবমাননার অভিযোগটি দুপুরে করার কথা থাকলেও এটা বিকেল ৫টায় রেজিস্ট্রারের মাধ্যমে ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এদিকে রাতে এ ব্যাপারে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, এ রকম কোনো ঘটনা তিনি শোনেননি এবং ছুটির আবেদনও কেউ করেনি। ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় গণস্বাস্থের নির্বাহী প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ ও চ্যানেল-২৪ এর ৬ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অন্য যাদের বিবাদী করা হয়েছে তারা হলেন, চ্যানেল-২৪ এর ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, হেড অব প্রোগ্রাম, মুক্তবাক অনুষ্ঠানের প্রডিউসার ও অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুর রহমান মান্না।