চৌগাছা-কোটচাঁদপুর সড়কে ট্রাক উল্টে কালীগঞ্জের ৮ জনসহ ১১ জন আহত

 

ঝিনাইদহ প্রতিনিধি: চৌগাছায় সবজিবাহী একটি ট্রাক উল্টে ঝিনাইদহ কালীগঞ্জের ৮ জনসহ ব্যবসায়ী ও শ্রমিক ১১ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১২টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা জানান, চৌগাছা বাজার থেকে কাঁচামাল বোঝাই করে কোটচাঁদপুর যাওয়ার পথে তাদের বহনকারী ট্রাকটি পাতিবিলা বাজারের বিট পার হওয়ার সময় ট্রাকের সামনের চাকা খুলে যায়। এ সময় ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এই দুর্ঘটনায় ট্রাকে থাকা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের রাশিদুল ইসলাম (৩৫), বারোবাজারের সাখাওয়াত হোসেন (৫০), একই গ্রামের বিল্লাল (৫০), শাহিন (২২), জিল্লুর রহমান (৩০), তেঁতুলবাড়িয়ার ডাবলু (৪০), চৌগাছার মাশিলা গ্রামের মোবাশ্বের (৩৫), যশোর সদর উপজেলার তীরেরহাট গ্রামের মফিজুর রহমান (৩৫), রঘুনাথপুর গ্রামের হালিমা খাতুন (৪০), পাঁচবাড়িয়ার বিপ্লব (১৪) এবং কালীগঞ্জের খোকন (৩০) আহত হন। আহতদের মধ্যে ঝিনাইদহ কালীগঞ্জেরই ৮ জন রয়েছেন। আহতদের মধ্যে বিল্লাল ও শাহিনকে যশোর জেনারেল হাসপাতালে এবং বাকিদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।