চোরাই গরু কিনে বিপাকে যদুপুর গ্রামের আলাউদ্দীন : উদ্ধারকৃত গরু এখন চুয়াডাঙ্গা সদর থানায়

 

বেগমপুর প্রতিনিধি: দামুড়হুদার ডুগডুগি পশুহাট থেকে এক জোড়া চোরাই হালের বলদ কিনে বিপাকে পড়েছেন বেগমপুর যদুপুর গ্রামের আলাউদ্দীন। মালিক ক্রেতার, মধ্যে সমাধান না হওয়ায় অবশেষে উদ্ধারকৃত গরু চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে নেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে ডুগডুগি পশুহাট থেকে ১ লাখ ২২ হাজার টাকা দিয়ে এক জোড়া হালের বলদ কেনেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের দর আলী মণ্ডলের ছেলে কৃষক আলাউদ্দীন। আলাউদ্দীনের খাজনা পরিশদের রসিদে বিক্রেতার নাম লেখা আছে তাজুল চুয়াডাঙ্গা। হাট থেকে গরু কিনে পাউয়ারটলিযোগে বাড়ি ফিরছিলেন তিনি। বিকেল ৫টার দিকে গরুবোঝই পাউয়ারটিলারটি দোস্ত আমতলা নামক স্থানে পৌঁছুলে দু যুবক গরু দুটি নিজেদের বলে দাবি করেন। ওই দু যুবক বলেন, গত বুধবার রাতে একজোড়া হালের বলদ চুরি হয়ে যায় ঝিনাইদহ জেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা চাঁদপুর গ্রামের দরবেশ আলীর ছেলে জুলহাসের। এ দুটি হচ্ছে সেই চুরি যাওয়া গরু। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চলে টানাহেঁচড়া। গরুর ক্রেতা আলাউদ্দীন বলেন, আমি গরু দুটি কিনেছি উথলী মোল্লাপাড়ার আকবর আলীর ছেলে ব্যাপারী জাহিদুল ইসলামের নিকট থেকে। অবশেষে উভয়পক্ষ কোনো সিদ্ধান্তে আসতে না পারায় গতরাত ১০টার দিকে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের হস্তক্ষেপে গরু দুটি নেয়া হয় চুয়াডাঙ্গা সদর থানায়।