চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হলেও নিয়োগ বঞ্চিত বাগেরহাটে রেজি. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

 

বাগেরহাট সংবাদদাতা: রেজি. প্রাথমিক বিদ্যালয়ের চুড়ান্ত তালিকায় উত্তীর্ণ হলেও নিয়োগ বঞ্চিত বাগেরহাটে শতাধিক শিক্ষক-শিক্ষিকা বাগেরহাট শহরের বিক্ষোভ মিছিল, জেলা প্রথামিক শিক্ষা অফিস ঘেরাও এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। আগামী ৪ অক্টোবরের মধ্যে তাদের দাবিগুলো সরকার মেনে না নিলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানসহ আমরণ অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দেন আন্দোলন কারীরা। এ সময়ে চাকরি বঞ্চিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মো. ওয়ালিউল্লাহ, বিপুল কুমার দাশ, আলিবা চ্যাটার্জী, প্রদিপ ডাকুয়া ও রুমা আক্তার। মানববন্ধন শেষে বক্তারা বলেন, দীর্ঘদিন রেজি. প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার পর চুড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়ার পরও সরকারি ভাবে চাকরি না পাওয়ায় তারা অসহায় ও মানবেতর জীবন যাপন করছে বলে উল্লেখ করেন।