চুয়াডাঙ্গা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয় ও দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শতভাগ উত্তীর্ণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয় ও দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবারের জেএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের গৌরব অর্জন করেছে। সীমান্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৪ জন পরীক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে দুজন। এ মাইনাস পেয়েছে ১৮ জন।

গতকাল রোববার পরীক্ষার ফল প্রকাশের পর শতভাগ উত্তীর্ণ হওয়ার খবরে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ ব্যবস্থাপনা কমিটির কর্ণধারদের মাঝে উৎসবের আমেজ ফুটে ওঠে। এ প্লাস ও এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী দু বছর সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়ার সুযোগ দেয়ারও ঘোষণা দেয়া হয়। এ প্লাস প্রাপ্ত দুজনকে বিশেষ বৃত্তি প্রদানেরও ঘোষণা দেন বর্ডার গার্ড-৬ চুয়াডাঙ্গার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মাহজেবীন বলেন, আমরা খুশি। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার।