চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার: চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি, স্বরচিত লেখা পাঠ, আলোচনা ও সাহিত্য আড্ডার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১ হাজার ২৭৯তম সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত পদধ্বনি আসরে সভাপতিত্ব করেন- চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করে শোনান বিশিষ্ট আবৃত্তিকার অ্যাডভোকেট বজলুর রহমান। স্বরচিত লেখা পাঠ করেন অমিতাভ মীর, গোলাম কবীর মুকুল, আনছার আলী, আব্বাস উদ্দীন, ডা. কামরুজ্জামান মধু, হেলাল হোসেন জোয়ার্দ্দার, সিরাজ উদ্দিন, সুমন রশিদ, মাহির তাজওয়ার, হোসেন মোহাম্মদ ফারুক, শাহিদা খাতুন, ইদ্রিস ম-ল, এমএ মামুন, আশিকুজ্জামান আসাদ, কাজল মাহমুদ, সুমন চৌধুরী, হাবিবি জহির রায়হান প্রমুখ। পঠিত লেখার ওপর আলোচনা করেন, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাড. বজলুর রহমান, অমিতাভ মীর, আবুল কাশেম, জাহিদুল ইসলাম প্রমুখ। পদধ্বনির শেষে পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আগামী ২৬ মার্চ ২০১৮ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠেয় স্বাধীনতা দিবসের কবিতা পাঠ ও আলোচনা সভায় অংশগ্রহণের জন্যে চুয়াডাঙ্গা জেলার সকল লেখিয়ে বন্ধুদের প্রতি আহ্বান জানান। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় পদধ্বনি আসরে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।