চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে কবি শামসুর রাহমানের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে কবি শামসুর রাহমানের ৮৯ তম জন্মদিনের তাৎক্ষণিক অনুষ্ঠান পরিণত হলো গুণী ব্যক্তিদের মিলন মেলায়। মূলত, কোনো পূর্ব প্রস্তুতি না থাকলেও একসাথে দুটি অনুষ্ঠান হলো বেশ বর্ণিল সাজেই। প্রথমে ডা. আবু বক্কর সিদ্দিকীর মেয়ে অথৈ’র মেডিকেলে ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবরে হলো মিষ্টিমুখ।

পরপরই রাজনৈতিক আর সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান সংগঠক সাহিত্য পরিষদের সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে পালিত হলো কবি শামসুর রাহমানের বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণ এবং কবিতা আবৃত্তির অনুষ্ঠান। শুরুতেই কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট চিকিৎসক ডা. আবুবকর সিদ্দিক। সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ ইসলামের সঞ্চালনায় একে একে কবিতা আবৃত্তি করেন কবি গোলাম কবির মুকুল, হামিদুল হক মুন্সী, আবুল মুহিত, অমিতাভ মীর, নজমুল হেলাল, রিচার্ড রহমান, গোলাম ফারুক প্রমুখ।