চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও আলোচনা

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ‘United Nations Night Level Panel On Water’ সদস্য হিসেবে রাখার প্রস্তাব করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তার এই প্রস্তাবকে সম্মতি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আব্দুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সদস্য খালিদ মাহমুদ, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লসকর, কলেজ ছাত্রলীগ নেতা সোহেল তানভির, ইসরাইল, আলিফ নূর ও জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রনেতা মিঠুন, শাওন, মামুন, সবুজ, জেলা ছাত্রলীগের উপপ্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার, বরকত জোয়ার্দ্দার, রানা, সাদ্দাম, সোহাগ, আতিক, শোভন, সোহান, আকাশ, কাব্য, প্রান্ত, টোকন, তামিম, মুন্না, মিরাজ, বশির, আসাদ, রোকন, অর্থবিষয়ক সম্পাদক রিমন, অভি, রাজু-২, মোমিন, মাছুম, আশিক, রাকিব, ফিরোজসহ ছাত্রলীগ নেতাকর্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যানেল সদস্য হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের পক্ষ থেকে তিনি আরো বলেন, আমরা ছাত্রলীগ করতে এসেছি, মুজিব আদর্শে অনুপ্রেণিত হয়ে ছাত্রলীগ নেতা অনিক জোয়ার্দ্দারের হাতকে আরো শক্তিশালী করার জন্য তোমরা সবসময় প্রস্তুত থাকতে যেকোনো সময় ডাক আসতে পারে। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ জীম। প্রেসবিজ্ঞপ্তি।