চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস ধূমপানমুক্ত ঘোষণা করে ৱ্যালি

স্টাফ রিপোর্টার: ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে ৱ্যালি অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বেলা ১১টায় ঝিনাইদহের এইড’র সহযোগিতায় সরকারি কলেজের সুবাস কমিটি এ ৱ্যালির আয়োজন করে। ৱ্যালির নেতৃত্বে ছিলেন সুবাস কমিটির উপদেষ্টা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, প্রভাষক হেলাল উদ্দিন, মারুফা ইয়াসমিন, ইংরেজি বিভাগের প্রভাষক রাজু আহাম্মেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন, প্রভাষক মৌসুমি হোসেন, আমিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান, আশাদুল কবীর, প্রভাষক এনামুল হক, জান্নাতুল আম্বিয়া, সুলতান মাহাম্মুদ, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কুদ্দুস মোল্লা, সফিকুল ইসলাম, প্রভাষক রকিবুল ইসলাম, সেলিনুর আক্তার, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল ওয়াদুদ মালিক, প্রভাষক মাসুদ পারভেজ, মুক্তি রাণী কর, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, প্রভাষক মহসিন কবির, পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম, ইকরামুল হক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক হেমায়েত হোসেন, উদ্ভিদবিদ্যার প্রভাষক শামীমা আক্তার, মাহাবুবুর রহমান, কৃষি বিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন, প্রভাষক শাহানাজ শিউলী, শরীরচর্চা বিভাগের শিক্ষক আলমগীর হোসেন, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, কাতব আলী, এইড’র সমন্বয়কারী অ্যাড. তন্ময় কুণ্ড ও রেজা আহাম্মেদ। এছাড়াও কলেজের সুবাস কমিটিসহ ছাত্রছাত্রীরা ৱ্যালিতে অংশগ্রহণ করেন। শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়।