চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বৃক্ষরোপণ

 

স্টাফ রিপোর্টার: ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগে উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কদম ফুল গাছ লাগিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। অনিক জোয়ার্দ্দার কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে কলেজ ছাত্রলীগ তাকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে একটি মিছিল বের করে এবং মিছিলটি ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রলীগের টেন্টে এক আলোচনাসভায় মিলিত হয়।

এক প্রেসজ্ঞিপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেকের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা বাপ্পি, বরকত হাসান জোয়ার্দ্দার, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সদস্য খালিদ মাহামুদ, কলেজ ছাত্রলীগের শাকিল আহম্মেদ জিম, তানভির আহম্মেদ সোহেল, ইসরাইল হোসেন, আলিফ নুর, জুয়েল, রেদওয়ান আহম্মেদ রানা। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, শিমুল লস্কর, আসাদ, মুন্না, মাছুম, আলহিম, সাহেব, সিকদার, জেমি, আলিফ জোয়ার্দ্দার, সাদাফ, রিগান, রেজুয়ান, মিঠুন, উজ্জল, রোমেল, প্রান্ত, বাদশা, সোহাগ, বাবুল, মিরাজ, বশির, রায়হান, রবিন, রানা২,  টোকন, মোমিন, আলম, মুন্তাজ, যুবলীগ নেতা মন্টা, টিলু, সাজিদুল, অভি জোয়ার্দ্দার, সৈকত প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল।