চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মডেলে রূপান্তর করার লক্ষ্যে কমিটি গঠন ॥ উন্নয়ন সামগ্রী প্রদানকালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আসুন গণমানুষের সেবামূলক প্রতিষ্ঠানটির উন্নয়নে সকলে মিলে কাজ করি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি মডেল হাসপাতালে রূপান্তরের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। গঠিত কমিটির গতকাল বুধবার সকাল ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে মতিবিনিময়ে মিলিত হয়। অনানুষ্ঠানিক এ সভায় কমিটির তরফে সদর হাসপাতালের উন্নয়নে ৬টি র‌্যাক, ১০টি বৈদ্যুতিক পাখা ও পানির ৪টি ফ্লিটার সিভিল সার্জনের হাতে তুলে দেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মডেল হাসপাতালে রূপান্তরে লক্ষ্যে গঠিত কমিটিতে সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সহসভাপতি অজিজুল হক ও জহুরুল ইসলাম। কোষাধ্যক্ষ সাইফুল হাসান জোয়ার্দ্দার। এছাড়া কমিটির সদস্যরা হলেন যথাক্রমে- জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, নূরুজ্জামান, জাহিদ হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বিএমএ চুয়াডাঙ্গা সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, সিভিল সার্জন, সদর হাসপাতালের আরএমও, তসলিম আরিফ বাবু, মো. বজলুর রহমান, মোতালেব হোসনে। গতকাল সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে হাসপাতাল উন্নয়নে প্রয়োজনীয় সামগ্রী সিভিল সার্জনের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি সংক্ষিপ্ত মতবিনিময়কালে বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে একটি মডেল হাসপাতালে রূপান্তর করতে হবে। এজন্য প্রয়োজনীয় সকল প্রকারের চেষ্টা করতে হবে। সকলে মিলে হাসপাতালের উন্নয়নে কাজ করলে এ হাসপাতালের চিত্রটাই বদলে যাবে। সেবামূলক এ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে জেলার অর্থশালীদের বিশেষ করে এগিয়ে আসা দরকার।
গতকাল এ কমিটির সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার।