চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি কিছু রোগীর সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে হুইপ ছেলুন জোয়ার্দ্দার সিভিল সার্জনের কক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় চিকিৎসকেরা জানান, তেলের কোনো বন্দোবস্ত না থাকায় জেনারেটর চালানো সম্ভব হয় না। এ কারণে লোডশেডিংয়ের সময় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তারা জানান, অপারেশন থিয়েটারে এসির সমস্যা আছে। ডাক্তার স্বল্পতার কারণে রোগীদের চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। হুইপ ছেলুন জোয়ার্দ্দার সবার কথা মনোযোগ সহকারে শোনেন এবং এর দ্রুত প্রতিকারের আশ্বাস দেন। এ সময় হুইপ ছেলুন নিজ খরচে জেনারেটরের তেল কিনে দেয়ার আশ্বাস দেন। হাসপাতালের পয়নিষ্কাশনের জন্য দ্রুত নতুন ড্রেন নির্মাণের ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডা. পরিতোষ কুমার ঘোষ, ডা. আবুবক্কর সিদ্দিক, ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. আসাদুল হক মালিক খোকন, ডা. মাহবুবুর রহমান মিলন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিবুল ইসলাম প্রমুখ।