চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার: তখন রাত ৮টা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ৬টি ওয়ার্ডে আকস্মিক পরিদর্শনে গেলেন সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম। কিন্তু দুটি ওয়ার্ডে গিয়ে দেখলেন ৮টায় আসার কথা থাকলেও দুজন নার্স তখনো আসেননি। গাইনি ওয়ার্ড ও মহিলা মেডিসিন ওয়ার্ডের নার্স তখনো আসেননি।

সূত্র জানায়, স্টাফ নার্সরা প্রায়ই ডিউটিতে আসেন দেরিতে। এ অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন আকস্মিক হাসপাতাল পরিদর্শনের সিদ্ধান্ত নেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে আকস্মক হাসপাতালের ওয়ার্ডগুলো পরিদর্শন করেন। তিনি গিয়ে দেখতে পান হাসপাতালের গাইনি ওয়ার্ড ও মহিলা মেডিসিন ওয়ার্ডে গিয়ে সিভিল সার্জন দেখতে পান ওয়ার্ড ফাঁকা। গাইনি ওয়ার্ডে সিনিয়র স্টাফ নার্স তরুলতার আসার কথা রাত ৮টায়। কিন্তু তিনি ১০ মিনিট লেটে আসেন। অপরদিকে ফিমেল মেডিসিন ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স আছিয়া খাতুন ঢোকেন ১৫ মিনিট দেরিতে রাত সোয়া ৮টায়। দেরিতে আসা দুজনকে সতর্ক করে দেন সিভিল সার্জন।