চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০ লাখ মূল্যের বরাদ্দকৃত অ্যাম্বুলেন্সটির উদ্ধোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি।

গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে প্রধান অতিথি শীততাপ নিয়ন্ত্রিত এ অ্যাম্বুলেন্সটির চাবি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পরিতোষ কুমার ঘোষের হাতে তুলে দেন। এ সময় চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মাসুদ রানা, মুন্সি আলমগীর হান্নানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অ্যাম্বুলেন্সের হস্তান্তরের পর দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মজিদ।

উদ্ধোধনের পরপরই অ্যাম্বুলেন্সটির চালক শরীফুল ইসলাম স্বপন রেফার্ডকৃত চুয়াডাঙ্গা জ্বিনতলাপাড়ার আব্দুল হান্নানের ছেলে ভি.জে মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র জ্বরে আক্রান্ত নীরবকে (১০) নিয়ে ঢাকায় রওনা হন।

এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অপর আরেকটি অ্যাম্বুলেন্সে সচল থাকলেও ওই অ্যাম্বুলেন্সের চালক না থাকায় অকেজো হয়ে পড়লো। কারণ, ওই অ্যাম্বুলেন্সের চালক আব্দুল মান্নানকে কর্তৃপক্ষের নির্দেশে প্রেষণে ২ মাস আগে খুলনায় বদলি করা হয়েছে। ফলে রোগী সাধারণের দুর্ভোগ নতুন অ্যাম্বুলেন্স আসার পরও কমেনি বরং বাড়বে। এ ব্যাপারে সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাসুদ রানা জানান, রোগী সাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে শিগগিরই অ্যাম্বুলেন্সের চালকের ব্যবস্থা করা যায় সে বিষয়টি বিবেচনায় রয়েছে।