চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরের ৪টি পানির কলই বিকল

 

 

আরএমও বললেন ওটা আমাদের দায়িত্ব নয়

মাহমুদ কামরান/উজ্জল মাসুদ: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পানীয় পানির চরম অভাব দেখা দিয়েছে। রোগী সাধারণ পানির অভাবে ছুটছেন হাসপাতাল ছেড়ে অন্য কোনো স্থানে। নামমাত্র ৪টি টিউবওয়েল থাকলেও তাতে পানি নেই। দীর্ঘ কয়েকদিন ধরে এ অবস্থা চললেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। অচল টিউবওয়েলগুলো সচল করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের। পানি সঙ্কটে নাকাল হয়ে পড়েছে রোগী সাধারণ, তাদের লোকজন ও হাসপাতালের কর্মচারীরাও। হাসপাতালে গেলেই চোখে পড়ছে পানি সঙ্কটের কারণে ভোগান্তির দৃশ্য।

অভিযোগকারীরা জানান, গত ছয় মাস আগে জরুরি বিভাগের সামনের  টিউবওয়েলটি নষ্ট হয়ে যায়। সেটি মেরামত হয়নি আজও। নতুন করে অন্যগুলোও বিকল হয়ে পড়েছে। গত দু মাস আগে দুটির মধ্যে আরো একটি নষ্ট হয়ে যায় । বাকি একটিও গত এক সপ্তাহ আগে অকেজো হয়ে যায়। ফলে ভোগান্তির অন্ত নেই হাসপাতালে সেবা নিতে আসা শত শত রোগী সাধারণ। অভিযোগকারীরা জানান, চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হাসপাতাল চত্বরে একটি গভীর নলকূপ বসায় বছর পাঁচেক আগে। কিন্তু বছর দুয়েক যেতে না যেতেই অকেজো হয়ে যায়। হাসপাতাল এলাকায় কোনো টিউবওয়েল না থাকায় বর্তমানে পানি সমস্যায় বেকায়দায় পড়েছেন রোগী সাধারণ। এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, এটি আমাদের দায়িত্ব নয়। বিষয়টি পানিউন্নয়ন বোর্ডকে বারবার জানালেও তারা কার্ণপাত করেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগী মহলের দাবি।