চুয়াডাঙ্গা সদর থানা চত্বরের নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিক রক্তাক্ত জখম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানার অবকাঠামো উন্নয়ন কাজে নিয়োজিত শ্রমিক সাইফুল ইসলাম রক্তাক্ত জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাজ করার সময় তার মাথায় নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রাংশ পড়লে তিনি গুরুত্বর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে খুলনায় স্থানান্তর করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে থানার একটি ভবন নির্মাণ কাজ চলছে। নির্মিতব্য অফিসার্স কোয়ার্টারের কাজে নিযুক্ত খুলনা দক্ষিণ কাশিপুরের মৃত মকুল হোসেনের ছেলে সাইফুল ইসলামসহ (৫০) প্রয়োজনীয় লোকবল নিয়োগ করেছেন ঠিকাদার। নির্মাণ কাজ দ্রুত গতিতেই এগিয়ে চলেছে। এরই মাঝে গতকাল নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামের মাথায় মেশিনের যন্ত্রাংশ খুলে পড়ে। রক্তাক্ত জখম হলে তাকে হাসপাতালে নেয়া হয়। এ সময় স্থানীয় সচেতনদের অনেকেই মন্তব্য করতে গিয়ে বলেন, থানা প্রাঙ্গণে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদেরও অরক্ষিত অবস্থায় কাজ করতে হচ্ছে।