চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শ্রমিক আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত বিল্ডিং ভাঙার সময় অসাবধানতায় পা পিছলে নিচে পড়ে সারওয়ার নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া মাঝেরপাড়ার আব্দুস সাত্তারের ছেলে। গতকাল শুক্রবার আহতাবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় হাসপাতালের জরুরি বিভাগে আহত সারওয়ারের পাশে থাকা অন্য শ্রমিকরা বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভেতর কিছু পরিত্যক্ত বিল্ডিং আছে যা ভেঙে ফেলা হচ্ছে। গতকাল সকাল ৭ টার দিকে বিল্ডিং ভাঙ্গার কাজে নিয়োজিত শ্রমিক সারওয়ার অসাবধানতাবসত তিনি দ্বিতীয় তলার ছাদের কার্নিশ ভেঙে নীচে পড়ে যায়। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সারওয়ারের মাথা, হাত-পা ও কোমরে আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।