চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমানা পাঁচিল সংলগ্ন গাছগুলো মারণ ফাঁদে পরিণত : জরুরি অপসারণে প্রয়োজন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরের পূর্ব পাশ্বের সীমানা পাঁচিল সংলগ্ন গাছগুলো মারণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের পরিত্যক্ত সামীনা পাঁচিলের ওপর বেশ কয়েকটি মেহগনি গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুকে পড়েছে। যা যে কোনো সময় উপড়ে পড়ে যান-মালের ব্যাপক ক্ষয়-ক্ষতির কারণ হতে পারে। তাই  জরুরি এ সব ঝুঁকিপূর্ণ গাছ  অপসারণ করা প্রয়োজন। গতকাল মঙ্গলবার উপজেলা চত্বরের পূর্ব পাশের পরিত্যক্ত সীমানা পাঁচিল মেরামতের কাজ পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ এ গাছগুলো পাঁচিলের যেমন ক্ষতি সাধন করছে, তেমনি সড়কে চলাচলকারী পথচারীদের জন্য বিপদ জনক হয়ে উঠেছে। আমি সড়ক-জনপথ বিভাগের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানাবো।