চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নে বাল্যবিয়ের হিড়িক : বিয়ে দেয়া পরিবারগুলোকে ইউএনওর তলব

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নে বাল্যবিয়ের হিড়িক পড়েছে। এক মাসের মধ্যে ৬টি বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল ১০টায় মেয়েসহ মেয়ের পিতাকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা যায় গত এক মাসের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের সুধির হালদারের মেয়ে নিলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী পূজা, সরিষাডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী সোনিয়া খাতুন, মিনাজ উদ্দিনের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী তহমিনা, রহম আলীর মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী ঝুমকো, ছমিরের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী অমতা খাতুনের বিয়ে রাতের আধারে গোপনে সম্পন্ন হয়। এরা সকলেই নিলমণিগঞ্জ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান সংবাদ পেয়ে সদর উপজেলা কার্যালয়ের পিসি ওসমান গনি ও পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনকে মেয়েদের বাড়িতে পাঠান। এরই প্রেক্ষিতে সদর উপজেলা অফিসের পিসি ওসমান গনি এবং পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন মেয়েদের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের সত্যতা পান। এ সময় মেয়েসহ মেয়ের পিতাকে আজ সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।